আমেরিকা ভারতকে ভালবাসে: হিন্দিতে ট্রাম্পের টুইট

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-12 20:31:13

আমেরিকা ভারতকে ভালবাসে এবং সম্মান করে। মার্কিনিরা ভারতের বিশ্বস্ত বন্ধু- এসব কথা হিন্দিতে টুইট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভারত সফরের প্রথম দিন ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের পর এসব কথা টুইট করেন তিনি।

টুইটে ট্রাম্প হিন্দিতে যা লেখেন, তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়; প্রথম মহিলা এবং আমি এই দেশটির প্রতিটি নাগরিককে একটি বার্তা দেওয়ার জন্য বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার মাইল পাড়ি দিয়েছি যে, আমেরিকা ভারতকে ভালবাসে - আমেরিকা ভারতকে শ্রদ্ধা করে - এবং আমেরিকার জনগণ সর্বদা ভারতের জনগণের সত্য ও অনুগত বন্ধু হিসাবে থাকবে।

সফরের প্রথমদিন সকালে মেলানিয়া ট্রাম্পকে নিয়ে গুজরাটে পৌঁছান প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্প প্রায় এক লাখ জমায়েতের সামনে ভাষণ দেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবসময়ই ভারতের বিশ্বস্ত বন্ধু থাকবে আমেরিকা। আমার বন্ধু মোদিকে ধন্যবাদ জানাই। তিনি একজন মহৎ ব্যক্তি। তিনি একজন দারুণ বক্তা।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত দুই দশকে যে গতিতে ভারতের উন্নয়ন হয়েছে, তা বিস্ময়কর। ভারতের মানুষ সারা বিশ্বের কাছে অনুপ্রেরণা হতে পারে।

 ডোনাল্ড ট্রাম্প ভারতের লক্ষাধিক ঘরে বিদ্যুৎসহ পৌঁছে দেওয়ার চেষ্টাসহ নানা উদ্যোগের প্রশংসা করেন।

এ সম্পর্কিত আরও খবর