গান্ধীর চরকা-তাজমহল দর্শন ট্রাম্পের

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 18:35:08

ভারতে এসে গুজরাটের আমেদাবাদে সবরমতী আশ্রমে গিয়ে গান্ধীজির স্মৃতি বিজড়িত চরকা ঘোরালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর বিকেলে তাজমহল দর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন মেলানিয়া ও ইভাঙ্কা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভারত সফরে এসে প্রথমে আহমেদাবাদ হয়ে তারপর তাজমহল পরিদর্শন করেন ট্রাম্প দম্পতি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ফলাও করে এসব খবর প্রচার করে।

সবরমতী আশ্রমে ট্রাম্প দম্পতিকে নিয়ে যান প্রধানমন্ত্রী মোদি। এসময় গান্ধীর ছবিতে পুষ্পমাল্য অর্পণ করেন তারা। আশ্রমে তাদের বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। সবরমতী আশ্রমে দর্শনার্থীদের মন্তব্য লেখার খাতায় নিজের অনুভূতির কথা লিখেন ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন: আমেরিকা ভারতকে ভালবাসে: হিন্দিতে ট্রাম্পের টুইট

এদিকে বিকেলের ডুবন্ত সূর্যের আলোয় তাজমহল খুব উপভোগ করেছেন ট্রাম্প দম্পতি। এসময় হাতে হাত রেখে তারা ঘুরে বেড়ান তারা।

তাজের দর্শনার্থী বইয়ে ট্রাম্প লিখেন, তাজমহল অনু্প্রাণিত করে। ভারত বৈচিত্রময় সাংস্কৃতিক সৌন্দর্যের সাক্ষী। ধন্যবাদ ভারত।

তবে, প্রেসিডেন্ট আসার আগে তাজের দূষণ লুকাতে নানা পরিচর্যা করা হয়েছে। দেওয়াল ঘষামাজাসহ ঢালা হয়েছে যমুনায় পানিও।

সফরের প্রথমদিন সকালে মেলানিয়া ট্রাম্পকে নিয়ে গুজরাটে পৌঁছান প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্প প্রায় এক লাখ জমায়েতের সামনে ভাষণ দেন ট্রাম্প।

এ সম্পর্কিত আরও খবর