সিএএ সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ১৩, গভীর রাতে বৈঠকে অমিত শাহ

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 01:31:05

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) পক্ষে-বিপক্ষে বিক্ষোভে উত্তাল দিল্লি। প্রতিনিয়ত ঘটছে সংঘর্ষের ঘটনা। সংঘর্ষ রূপ নিয়েছে সহিংসতায়। সহিংসতায় উত্তর-পূর্ব দিল্লিতে নিহতের সংখ্যা বাড়ছেই।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সহিংসতায় প্রথম দফায় তিনজনের মৃত্যুর খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমগুলো। এরপর মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। শেষ পর্যন্ত নিহতের সংখ্যা পৌঁছে ১৩-এ। এসব সহিংসতায় আহতের সংখ্যা শতাধিক।

পুলিশ জানিয়েছে, দিল্লির রাজপথে পাথর নিক্ষেপ, যানবাহন এবং দোকানে অগ্নিসংযোগ ও লুটপাটের মত ঘটনা ঘটেছে। এসব পরিস্থিতি সামাল দিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সহিংসতায় নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন।

দিল্লি পুলিশের প্রধান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে গভীর রাতে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবারই ভারত সফরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ভারত সফরকালেই এ সহিংসতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাল।

এ সম্পর্কিত আরও খবর