চীনে হংকংয়ের এক প্রকাশকের ১০ বছরের জেল

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 04:13:26

অবৈধভাবে গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগে গুই মিনহাই নামের হংকংয়ের এক প্রকাশক ও বই বিক্রেতার ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেনর চীনের একটি আদালত।

গুই মিনহাই নামে এই হংকং বাসিন্দার সুইডিশ নাগরিকত্বও আছে। ২০১৫ সাল থেকে তিনি একাধিকবার চীনা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। এর আগে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে নিখোঁজ হন তিনি। এখনো তিনি বন্দী আছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানা যায়।

খবরে বলা হয়েছে, চীনা কমিউনিস্ট পার্টির সদস্যদের ব্যক্তিজীবন নিয়ে বই প্রকাশ করেছিলেন মিনহাই। একই সঙ্গে তিনি বই বিক্রেতাও। হংকংয়ে একটি বইয়ের দোকানের পাঁচজনের মালিকের একজন তিনি। বাকি চারজন মুক্তি পেলেও আটক ছিলেন মিনহাই।

এদিকে প্রকাশকের বিরুদ্ধে এমন ‘কঠোর সাজা’ দেয়ার নিন্দা জানিয়েছে অধিকার সংগঠনগুলো। তারা গুন মিনহাইয়ের মুক্তির দাবি জানায়। এদিকে, সুইডেন পররাষ্ট্র মন্ত্রণালয় মিনহাইকে তাদের নাগরিকত্ব দাবি করে তার মুক্তি চেয়েছে।

এ সম্পর্কিত আরও খবর