৩ মার্চ কি ফাঁসি হচ্ছে নির্ভয়ার চার ধর্ষকের?

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 08:40:17

ভারতের দিল্লিতে চলন্ত বাসে মেডিকেল শিক্ষার্থী নির্ভয়াকে ধর্ষণের মামলায় উচ্চ আদালতের দেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির ফাঁসি আবারও পেছানোর শঙ্কা দেখা দিয়েছে। এর আগেও দুইবার পেছানো হয় তাদের ফাঁসি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া এক সিদ্ধান্তের জেরে প্রশ্ন উঠেছে ৩ মার্চ কি ফাঁসি হচ্ছে নির্ভয়ার চার ধর্ষকের?

ভারতের আইন অনুযায়ী, একই অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত একাধিক অপরাধীর ফাঁসি একইসঙ্গে দিতে হবে। তবে নানা আইনি ফাঁকফোঁকর খুঁজে বারবার ফাঁসির দিন পিছিয়ে দিচ্ছিলেন আসামিদের আইনজীবীরা। আসামিদের পৃথক মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টে সম্প্রতি আবেদন করেছিল কেন্দ্রীয় সরকার। খারিজ হওয়ার পর উচ্চ আদালতে যায় আইনজীবীরা। সেই আবেদনের শুনানি আগামী ৫ মার্চ হবে বলে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি আর ভানুমতির নেতৃত্বাধীন বেঞ্চ।

তবে একইসঙ্গে আদালত জানিয়েছে, আগামী কয়েকদিনের আইনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করেই এই সংক্রান্ত শুনানি হবে। এর মধ্যে ৩ মার্চ যদি চার ধর্ষকের ফাঁসি হয়ে যায়, তবে ৫ মার্চের শুনানির কোনও যুক্তি থাকবে না।

প্রসঙ্গত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর এবং পবন গুপ্তের মধ্যে পবন বাদে বাকি তিনজনই সমস্ত আইনি বিকল্প শেষ করে ফেলেছে। পবন এখনও সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করতে পারে।

২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির রাস্তায় চলন্ত বাসে প্যারামেডিকেলের এক শিক্ষার্থীকে ধর্ষণ এবং পরে হাসপাতালে তার মারা যাওয়ার ঘটনা গোটা ভারতে আলোড়ন তুলেছিল। ধর্ষকদের ছয় জনের মধ্যে একজন নাবালক হওয়ায় তিন বছর হোমে থেকে মুক্তি পেয়ে যায়। আরও একজন রাম সিং তিহাড় জেলেই আত্মহত্যা করে। বাকি চারজনের ফাঁসি নিয়েই চলছে এই টানাপোড়েন। আইনের মারপ্যাঁচে বারবার পিছিয়ে যাচ্ছে তাদের ফাঁসি।

এ সম্পর্কিত আরও খবর