সুইজারল্যান্ডেও করোনা আক্রান্ত রোগী শনাক্ত

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-19 23:41:37

সুইজারল্যান্ডে প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। ইতালি সীমান্তের কাছাকাছি টিকিনো শহরে করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির ফেডারেল অফিস অব পাবলিক হেলথ করোনা আক্রান্তের খবর স্থানীয় গণমাধ্যমের সামনে তুলে ধরে।

স্থানীয় গণমাধ্যম সুইস ইনফো বলছে, আক্রান্ত ব্যাক্তির বয়স সত্তরের কাছাকাছি। তিনি ইতালির মিলান শহরে গত ১৫ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানে যোগ দেন। গত দুদিন আগে তার মধ্যে করোনার লক্ষণ দেখা দেয়।

ফেডারেল অফিস অব পাবলিক হেলথ পরিচালক প্যাসকেল স্ট্রাপলার বলেন, সত্তর বছর বয়সের এই ব্যক্তি তার পরিবারের সঙ্গে থাকেন। তাকে বর্তমানে পৃথক রাখা হয়েছে।

চীনের উহান শহরে গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে করোনার খোঁজ পাওয়া যায়। এরপর ভাইরাসটি চীন ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এতে কয়েক হাজার প্রাণহানির ঘটনা ঘটেছে। আক্রান্তের সংখ্যার সঠিক কোনো পরিসংখ্যান নেই।

এ সম্পর্কিত আরও খবর