মালালার সঙ্গে সাক্ষাৎ হলো গ্রেটার

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 05:19:27

প্রথমবারের মতো দেখা হলো গ্রেটা থানবার্গ ও মালালা ইউসুফজায়ীর। দুজনই কিশোরী বয়সে বিশ্বখ্যাতি প্রাপ্ত। মালালা কাজ করেন নারী শিক্ষা নিয়ে ও গ্রেটা পরিবেশ রক্ষায়।

সপ্তাহের শেষে একটি স্কুলে ধর্মঘট পালনে গ্রেটা এখন যুক্তরাজ্যে। সুযোগটা হাতছাড়া করতে চায়নি সে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে মালালার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল তার।

মালালাকে রোল মডেল হিসেবে গোটা বিশ্বের কাছে পরিচিত করিয়ে দিতে টুইট করেছে গ্রেটা। বয়সে মালালা কিছুটা বড়।

গ্রেটা এবং মালালা- দুজনেই নোবেল প্রাপ্তির জন্য মনোনীত হয়েছিলেন। মালালা মাত্র সতের বছর বয়সে নোবেল পান। তাকে বলা হয় একুশ শতকের দ্বিতীয় দশকে বিশ্বখ্যাত তরুণী।

এখন গ্রেটার বয়সও সতের। অক্সফোর্ডে গিয়ে কিছুটা সময় শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা নিয়ে কথা বলেন গ্রেটা।

এ সম্পর্কিত আরও খবর