করোনাভাইরাস: ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ১২

ইউরোপ, আন্তর্জাতিক

ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে | 2023-08-28 04:19:29

 

ইউরোপের দেশ ইতালিতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস (কভিড-১৯)। যা বর্তমানে মহামারি আকার ধারণ করেছে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছে ১২ জন। এছাড়া আক্রান্ত ৩৭৮ জনকে শনাক্ত করা গেছে। আক্রান্তের মধ্যে ছয়জন শিশুও রয়েছে। ইতালির টেনেরেফ এলাকায় এক ডাক্তার দম্পতি করোনায় সংক্রামিত হয়েছে বলে জানা গেছে।

এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কনসুলেট উত্তর ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশ দিয়েছে।

করোনা মোকাবিলায় ইতালি সরকার বিভিন্ন জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। সোমবার থেকে ইতালির লোম্বারদিয়া, ভেনেতো, পিওমন্তে ও ভেনেছিয়া অঞ্চলে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। বন্ধ ঘোষণা করা হয়েছে ইতালির ভেনিস উৎসব। এছাড়া ফুটবল লীগ, নাইট ক্লাব ও জাদুঘর বন্ধ রয়েছে।

ইতালিতে করোনার প্রাদুর্ভাব বেশি উত্তরাঞ্চলে। আর এই এলাকা দিয়েই ফ্রান্স, অস্ট্রিয়া, জার্মান, সুইজারল্যান্ড, স্লোভেনিয়াসহ বিভিন্ন দেশে সড়ক পথে যাতায়াত করতে হয়।

আতঙ্কিত না হয়ে সবাইকে সাবধানে চলাচল করতে বলেছে ইতালির সরকার। এছাড়া আক্রান্ত এলাকায় বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে চলাচল করতে নিষেধ করা হয়েছে।

উল্লেখ, ইতালিতে প্রায় ২ লাখ বাংলাদেশি বসবাস করছে।

এ সম্পর্কিত আরও খবর