প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাব অঞ্চলের মানুষদের উমরাহ ও টুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায়।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ।
বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, করোনার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িক সময়ের জন্য মক্কা ও মদিনায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমিত দেশগুলো থেকে পর্যটক ভিসা নিয়ে যাওয়া ব্যক্তিদেরও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, স্বাস্থ্য কর্তৃপক্ষের মানদণ্ডের ভিত্তিতে যেসব দেশে ভাইরাসের সংক্রমণ বিপদ অবস্থায় রয়েছে এমন দেশ থেকে আগতদের প্রবেশ স্থগিত করা হয়েছে।