করোনাভাইরাস: ইরানে মৃতের সংখ্যা বেড়ে ২৬

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 01:03:08

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে বাড়ছেই করোনায় আক্রান্ত নিহতের সংখ্যা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ২৬ এ দাঁড়িয়েছে। যা চীনের ভূখণ্ডের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ইরনাকে জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ১০৬ জনকে শনাক্ত করা গেছে। যার ফলে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৪৫। এছাড়া প্রায় শ'খানেক সন্দেহভাজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

জাহানপুর আরও জানান, শিয়া মুসলিমদের কিছু ঐতিহ্যবাহী স্থানে প্রবেশে বিধিনিষেধ ও তেহরানের কিছু জায়গায় জুমার নামাজ বাতিল করা হয়েছে। তবে এ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রেসিডেন্টের অনুমতির প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার চীন থেকে করোনাভাইরাস টেস্ট করার জন্য ২০ হাজার কিট ও অন্যান্য যন্ত্রাংশ আনা হবে।

বুধবার ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানি জানান, অল্প সময়ের মধ্যে করোনার সংখ্যার বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কোনো শহরকে কোয়ারেনটাইনে রাখার কোনো পরিকল্পনা নেই।

এ সম্পর্কিত আরও খবর