যুক্তরাজ্যের রাজ সিংহাসনের অন্যতম দাবিদার প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের নিরাপত্তার ব্যয়ভার আর বহন করবে না কানাডা। গত নভেম্বর থেকে কানাডায় রয়েছেন তারা। রাজ পরিবারের এই দম্পতির নিরাপত্তা দিচ্ছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কানাডা সরকারের পক্ষ জানানো হয়, হ্যারি ও মেগানের নিরাপত্তা বাবদ আর কোনো অর্থ খরচ করবে না সরকার। তাদের সাধারণ নাগরিকদের মতো চলাফেরা করতে হবে।
কানাডার জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লেয়ার এক বিবৃতিতে বলেন, প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের রাজকীয় পদবী পরিবর্তনের পর তাদের প্রাপ্য সুবিধাদিতেও পরিবর্তন আসবে।
আগামী ৩১ মার্চ প্রিন্স হ্যারি ও তার স্ত্রী আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজ পরিবারের ‘সিনিয়র রয়্যাল’ পদ ছাড়বেন।
হ্যারি-মেগানকে সরকারি খরচে নিরাপত্তা দেওয়া উচিত কিনা এমন প্রশ্নে কানাডায় পরিচালিত একটি জরিপে ৭৭ শতাংশ করদাতা নাগরিক অনাগ্রহ প্রকাশ করেন।
ব্রিটেনে রাজকীয় দায়িত্ব ছাড়ার পরও জনগনের করের অর্থে হ্যারি-মেগানকে রাজকীয় নিরাপত্তা দেওয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সমালোচনা হচ্ছিল। সেই চাপের মুখেই হ্যারি-মেগানের নিরাপত্তা ব্যয় বহন না করার সিদ্ধান্ত নিচ্ছে ট্রুডো সরকার।