ওজন কমাতে ট্রাম্পের খাবারে লুকিয়ে সবজি

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 15:30:25

ওজন কমানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খাবারে লুকিয়ে শাকসবজি রাখতেন তার প্রাক্তন চিকিৎসক ডা. রনি জেকসন। এই খাদ্য তালিকা ও ব্যায়ামের মধ্যমে তিনি প্রেসিডেন্টের ১৫ কেজি ওজন কমাতে সক্ষম হোন।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের এই সাবেক চিকিৎসক বলেন, তিনি মার্কিন রাষ্ট্রপতির খাবারের তালিকায় থাকা কাঁচা আলুতে ফুলকপি রাখতেন।

আমেরিকান সংবাদমাধ্যমে দ্যা নিউ ওয়ার্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প ৭০ বছর বয়সে একজন প্রবীণ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রেসিডেন্টের ওজন কমাতে শারীরিক ব্যায়ামের জন্য ট্রাম্পকে যেসব কাজগুলো বলা হত তিনি তা করতেন না। তাই আমরা তার ডায়েটে কাজ শুরু করেছিলাম। আমরা তার আইসক্রিম অ্যাক্সেসযোগ্য করে তুলেছিলাম। তার খাবারে আমরা কাঁচা আলুতে ফুলকপি দিচ্ছিলাম।

রনি জেকসন বলেন, প্রথম চেক-আপে দেখা যায় ট্রাম্পের এমন খাদ্য তালিকার মাধ্যমে তার চার পাউন্ড ওজন কমানো সম্ভব হয়েছিলো। যদিও আমাদের লক্ষ্য ১০ থেকে ১৫ পাউন্ড কমানো।

এ সম্পর্কিত আরও খবর