করোনাভাইরাস: ইরানে মৃতের সংখ্যা বেড়ে ২১০

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 14:53:59

ইরানে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। এই ভাইরাসে এখন পর্যন্ত ২১০ জন রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিবিসি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদন উল্লেখ করে, করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে অন্তত ২১০ জনের মৃত্যু হয়েছে।

এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল। তবে মৃতের সংখ্যা ৬ গুণ বেশি বলে দাবি করছে বিবিসি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, নিহতদের বেশিরভাগই দেশটির রাজধানী তেহরান এবং কোম শহরের। কোম শহরেই প্রথম রোগী শনাক্ত করা হয়। পরে তা আশপাশের শহরে ছড়িয়ে পড়ে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের এক সাবেক রাষ্ট্রদূতের মৃত্যু হয়েছে। তিনি ভ্যাটিকান নগরীতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার হাদি খোসরো শাহী নামের ওই রাষ্ট্রদূতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম।

এ সম্পর্কিত আরও খবর