করোনায় ইরানি সংসদ সদস্যের মৃত্যু

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 20:42:02

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশটির একজন সংসদ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেনডেন্ট।

মারা যাওয়া ওই আইন প্রণেতার নাম মোহাম্মদ আলী রামাজানি দাস্তাক। গত সপ্তাহে ইরানের জাতীয় নির্বাচনে তিনি আস্তানা আশ্রাফিহ শহরের সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন। কয়েকদিন আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানান, ওই সংসদ সদস্যসহ দেশটিতে এখন পর্যন্ত ৪৩ জন মারা গেছে। আর ৫৯৩ জন আক্রান্তকে শনাক্ত করা গেছে।

তিনি আরও জানান, দুর্ভাগ্যবশত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ইরানে মারা গেছে ৯ জন।

এর আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ইরানি একটি হাসপাতালের বরাতে জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে ২১০ জন মারা গেছে। তবে মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছে ইরানি কর্তৃপক্ষ।

চীনের বাইরে ইরানেই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

এ সম্পর্কিত আরও খবর