তালেবান যোদ্ধাদের মুক্তির প্রস্তাবে আশরাফ ঘানির 'না'

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 22:07:39

আফগান কারাগার থেকে তালেবান যোদ্ধাদের মুক্তির দাবি প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। রোববার (১ মার্চ) কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবানদের এই দাবি প্রত্যাখ্যান করেন আফগান সরকার প্রধান।

সংবাদ সম্মেলনে ঘানি বলেন, আফগান সরকার তালেবান যোদ্ধাদের মুক্তির বিষয়ে কোনো প্রতিশ্রুতি করেনি।

বহুল প্রতীক্ষিত তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির একদিন পরেই আফগান সরকার থেকে এ ঘোষণা আসলো।

ঘানি যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যেকার চুক্তির একটি বিষয় নিয়ে আপত্তি জানিয়েছে। চুক্তি অনুযায়ী, আফগানিস্তানের সঙ্গে সশস্ত্র তালেবানদের মধ্যে আলোচনা করতে হলে সংগঠনটির পাঁচ হাজার যোদ্ধাকে মুক্তি দিতে হবে। এছাড়া চুক্তিতে যুক্তরাষ্ট্র ও তালেবানরা প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে দুপক্ষ আফগানিস্তানের রাজনৈতিক বন্দী ও তালেবান যোদ্ধাদের মুক্ত করে দিবে।

চুক্তিতে জানানো হয়, মার্চের ১০ তারিখের মধ্যে আফগান সরকার এক হাজার তালেবান যোদ্ধাদের মুক্ত করে দিবে। কিন্তু বন্দী মুক্তির ইস্যুতে ঘানি বলেন, বন্দী মুক্তির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই, তারা কেবল এর সহায়িকা।

দীর্ঘ দুই বছর আলোচনার পর যুক্তরাষ্ট্র ও তালেবানরা চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে আফগানিস্তানে ১৮ বছরের যুদ্ধের অবসান হবে বলে ধারণা করা হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি চুক্তি সই

                 মার্কিন-তালেবান চুক্তিতে ১৮ বছরের যুদ্ধের সমাপ্তি!

এ সম্পর্কিত আরও খবর