করোনাভাইরাস: নাইক এর হেডকোয়ার্টার বন্ধ ঘোষণা

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 21:43:27

মার্কিন স্পোর্টসওয়্যার জায়ান্ট নাইক করোনাভাইরাসের কারণে তাদের ইউরোপের হেডকোয়ার্টার বন্ধ ঘোষণা করেছে। তাদের এক কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরপরই প্রতিষ্ঠানটি এই বন্ধের ঘোষণা দেয়।

সোমবার (২ মার্চ) বিবিসি তাদের এক প্রতিবেদনে নাইক বন্ধের বিষয়টি নিশ্চিত করে।

নাইকের হেডকোয়ার্টারটি নেদারল্যান্ডের হিলভারশাম শহরে অবস্থিত।

বিবিসি তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করে প্রতিষ্ঠানটি কবে নাগাদ আবার খুলে দেওয়া হবে সেটা নিশ্চিত নয়।

এদিকে, এখন পর্যন্ত সারাবিশ্বে ৮৯ হাজার ৮১ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৩ হাজার ৫৭ জন মারা গেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ১৫৬ জন।

চীনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার। নতুন করে ২০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ হাজার ৯১২ জন। এছাড়া, চীনের পর দক্ষিণ কোরিয়ায় ৪ হাজার ২১২ জন আক্রান্ত হয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৭৬ জন। মারা গেছে ২৬জন।

এ সম্পর্কিত আরও খবর