ফিলিপাইনে শপিং মলে বন্দুকধারীর হাতে জিম্মি ৩০ জন

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-16 05:33:17

ফিলিপাইনে একটি শপিং মলের চাকরিচ্যুত নিরাপত্তাকর্মী বন্দুক হাতে অন্তত ৩০ জনকে জিম্মি করে রেখেছেন। ওই শপিং মলটি ঘিরে রেখেছে পুলিশ।

ম্যানিলার সান জুয়ান অঞ্চলে ভি-মলে সোমবার (২ মার্চ) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা।

সান জুয়ানের মেয়র ফ্রান্সিস জামোরা আল জাজিরাকে জানান, ভি-মলের ভেতরে অন্তত ৩০ জনকে জিম্মি করে রেখেছে ওই বন্দুকধারী। পুলিশ তাদের উদ্ধারে চেষ্টা করছে।

তিনি বলেন, বন্দুকধারী ওই শপিং মলেরই সাবেক নিরাপত্তারক্ষী। গত কয়েকদিন আগে তাকে চাকরিচ্যুত করা হয়। সে একজনকে গুলি করেছে। গুলিবিদ্ধকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

মেয়র জানান, ওই অস্ত্রধারী চিৎকার করে বলছে, তার কাছে গ্রেনেডও আছে। তার দুইটি দাবি রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে সে মিডিয়ার সামনে কথা বলতে চায়। আমাদের পক্ষ থেকে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। শপিং মলটি বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশের মুখপাত্র ভারজিলিও তিমাজো আল জাজিরাকে জানান, শপিং মলের দ্বিতীয় তলায় গুলির আওয়াজ শোনা গেছে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে এ অবস্থা বিরাজমান।

এ সম্পর্কিত আরও খবর