করোনায় ধনীদের সম্পদ কমেছে ৪৪৪ বিলিয়ন ডলার

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 22:38:40

করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবে টালমাটাল বৈশ্বিক অর্থনীতি। করোনা আতঙ্কে বিশ্বের বৃহৎ শেয়ার বাজারগুলোর সূচক কমছে অনবরত। আর গত সপ্তাহ ছিল বিনিয়োগকারী ও ধনীদের জন্য একটি কালো সময়।

করোনা আতঙ্কে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন স্থবির হয়ে পড়েছে। এছাড়া এয়ারলাইন্স ও পর্যটন ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। নিউইয়র্কের শেয়ার বাজার ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজের সূচক কমেছে ১২ শতাংশ। ২০০৮ সালে অর্থনৈতিক মন্দার পরে যা সর্বনিম্ন। এদিকে বিশ্বের সমস্ত শেয়ার বাজার থেকে অর্থ কমেছে ৬ ট্রিলিয়ন ডলার।

ছবি: ব্লুমবার্গ

করোনা আতঙ্কে বিশ্বের সর্বোচ্চ পাঁচশ জন ধনীর সম্পদের পরিমাণ ৪৪৪ বিলিয়ন হ্রাস পেয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, বছরের শুরুর দিকে পাঁচশ ধনী যতটুকু লাভবান হয়েছিল গত সপ্তাহে তার থেকে ৭৮ বিলিয়ন ক্ষতি হয়েছে।

বিশ্বের অন্যতম তিন ধনী ব্যক্তি অ্যামাজনের জেফ বেজোস, মাইক্রোসফটের বিল গেটস এবং এলভিএমএইচ'র চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট এর সম্মিলিত সম্পদ প্রায় ৩০ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। এছাড়া বিশ্বের ২৫তম ধনী তেলসার মালিক ইলোন মাস্কের সম্পদ কমেছে ৯ বিলিয়ন।

চলতি বছরে ব্লুমবার্গের ধনীর র‍্যাংকিং এ থাকা প্রায় ৮০ শতাংশ ধনীর সম্পদ কমেছে বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর