আফগান বাহিনীর বিরুদ্ধে অভিযান চলবে: তালেবান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 20:52:41

মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্য সদ্য হওয়া শান্তি চুক্তির পরেও আফগান বাহিনীর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তালেবানরা। সোমবার (২ ফেব্রুয়ারি) সংগঠনটি থেকে এ তথ্য জানানো হয়েছে।

তালেবানদের বরাতে এ খবর প্রকাশ করেছে ফরাসি সংবাদ মাধ্যম এএফপি।

সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, এখন সহিংসতা হ্রাস করা হবে। কিন্তু আফগান সেনাদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম স্বাভাবিক থাকবে। চুক্তি অনুযায়ী আমাদের যোদ্ধারা বিদেশি কোনো বাহিনীর ওপর হামলা করবে না।

পাঁচ হাজার তালেবান যোদ্ধাদের কারাগার থেকে মুক্তি না দেওয়ার আফগান প্রেসিডেন্টের ঘোষণার একদিন পরেই তালেবানদের থেকে এই ঘোষণা দেওয়া হল।

এ সম্পর্কিত আরও খবর