মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্লুমবার্গ

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 12:24:10

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন নিউইয়র্কের সাবেক মেয়র ও ধনকুবের মাইক ব্লুমবার্গ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (৪ ফেব্রুয়ারি) তিনি নিজেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে এক বিবৃতিতে ব্লুমবার্গ জানান, প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য আমার কোনো পথ আর বিদ্যমান নেই। আমি আরেক ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে প্রেসিডেন্ট পদে অতিষ্ঠিত করার জন্য কাজ করে যাব।

সুপার টুইসডেতে হারের পরে এই ঘোষণা দেন ব্লুমবার্গ। এ পর্যন্ত তিনি নির্বাচনের প্রচারণায় প্রায় ৫০০ মিলিয়ন ডলার খরচ করেছেন বলে জানা গেছে।

ডেমোক্র্যাট প্রার্থীতা নিয়ে তিনি শুধুমাত্র সামোয়া অঙ্গরাজ্যে বিজয়ী হয়েছিলেন। এছাড়া সুপার টুইসডেতে তিনি টেনেসি, টেক্সাস, কলোরাডো, উটাহ, ক্যালিফোর্নিয়া এবং আরকানসাসে ১৫ শতাংশ ভোট পেয়েছিলেন। যা প্রতিনিধি বাচাই করার জন্য যথেষ্ট ছিল।

এ সম্পর্কিত আরও খবর