ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত ২৪

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 20:23:38

ব্রাজিলে ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ২৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ২৫ জন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সাও পাওলো স্টেটে এ ঘটনা ঘটে বলে জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

নিখোঁজ লোকদের খুঁজতে সাও পাওলোর গুয়ারুজা, সান্তোজ এবং সাও ভিসেন্ত এলাকায় কয়েকশ স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী কাজ করছে।

দক্ষিণ আমেরিকার বৃহত্তম বন্দর সান্টো সহ বেশ কয়েকটি বড় রাস্তায় গাছ উপড়ে আটকে পড়েছে এবং ভূমিধসের ফলে উদ্ধার প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।

এদিকে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার ফলে রিও ডে জেনেরিও থেকে প্রায় পাঁচ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রিও ডে জেনেরিওর মেয়র মার্সেলো ক্রুভেলা সাংবাদিকদের জানান, লোকেরা পাহাড়ের ধারে, ড্রেনে বা রাস্তায় আবর্জনা ফেলে। যার ফলে পানি বের হতে পারছে না।

এ সম্পর্কিত আরও খবর