ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ অযৌক্তিক দাবি উত্তর কোরিয়ার

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-19 02:36:22

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপ নিয়ে ইউরোপীয় দেশগুলো ‘অযৌক্তিক চিন্তা’ করছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া।

শনিবার (৭ মার্চ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে এ দাবি করে উত্তর কোরিয়া।  

বৃহস্পতিবার (৫ মার্চ) উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে জাতিসংঘের নীতি লঙ্ঘন বলে নিরাপত্তা পরিষদে অভিযোগ উত্থাপন করে ব্রিটেন, জার্মানী, ফ্রান্স, এস্তোনিয়া এবং বেলজিয়াম।

তিন মাস বিরতির পর গত সোমবার (২ মার্চ) উত্তর কোরিয়া পূর্ব উপকূলীয় এলাকা থেকে দুটি ক্ষেপণাস্ত্র সাগরে নিক্ষেপ করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এগুলো নিয়মিত সামরিক মহড়ার অংশ যা প্রেসিডেন্ট কিম জং উনের ব্যক্তিগত তত্ত্বাবধানে হয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রাষ্ট্রচালিত সংবাদ সংস্থা কেজিএনএ-কে জানায়, এই দেশগুলোর অযৌক্তিক চিন্তা ও কুতর্ক দিন দিন আমেরিকার মতো হয়ে যাচ্ছে। আমেরিকা সব সময় আমাদের প্রতি বিদ্বেষী মনোভাবপূর্ণ আচরণ করে। তাদের এই বেপরোয়া আচরণ আমেরিকা দ্বারা প্ররোচিত।

কিম জং উনের বোন এবং সিনিয়র সরকারি কর্মকর্তা কিম ইয়ো জং জানান, এটি সোমবারের সামরিক মহড়ার অংশ ছিল। এই উৎক্ষেপণ কাউকে ভয় দেখানোর জন্য নয়।

এ সম্পর্কিত আরও খবর