করোনাভাইরাস মোকাবিলায় সৌদিতে বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 17:11:55

করোনাভাইরাস বিস্তার নিয়ন্ত্রণে আজ সোমবার (৯ মার্চ) থেকে সৌদি আরবে স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি শিক্ষা মন্ত্রনালয় বলছে, শিক্ষার্থী ও কর্মীদের করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখার জন্য ‘প্রতিরোধ ও সতর্কতামূলক’ ব্যবস্থা স্বাস্থ্য কর্তৃপক্ষের দ্বারা সুপারিশ করা হয়েছিল।

এই সিদ্ধান্তটি সরকারি এবং বেসরকারি স্কুল, প্রযুক্তিগত এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত।

সৌদির শিক্ষামন্ত্রী হামাদ বিন মোহাম্মদ আল আশাইখ সতর্কতামূলক পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পুনরায় স্কুলে ছাত্রদের ফিরিয়ে আনার আগে দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে যাচাইবাছাই করা হবে।

এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া নিশ্চিত করেছেন যে, সেখানে কোন শিক্ষাকেন্দ্রে করোনভাইরাসের ঘটনা পাওয়া যায়নি।

দূরবর্তী শিক্ষার সমন্বয় করতে এবং অভিভাবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য তদারকি অফিস স্থাপন করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

এ সম্পর্কিত আরও খবর