তেল নিয়ে সৌদি-রাশিয়ার 'মূল্য যুদ্ধ'

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 12:07:31

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে বিশ্বজুড়ে চলছে অর্থনৈতিক মন্দা। বন্ধ হয়ে যাচ্ছে এক দেশের সাথে আরেক দেশের বাণিজ্যিক যোগাযোগ। আর এখনই তেল নিয়ে মূল্য যুদ্ধে নামলো রাশিয়ার আর সৌদি আরব। মূল্য যুদ্ধের জেরে গত ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নামল তেলের দাম।

সোমবার (৯ মার্চ) ব্যারেল প্রতি যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুড অয়েলের দাম ২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩০.০৬ মার্কিন ডলার। এবং ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২৬ শতাংশ কমে বিক্রি হচ্ছে প্রায় ৩৩ দশমিক ৩৩ ডলারে।

মূলত গত শুক্রবার থেকে বিশ্ববাজারে তেলের দামের এই সংকট শুরু হয়। এদিন সৌদি নেতৃত্বাধীন ওপেকের ১৪ সদস্য ও রাশিয়ার নেতৃত্বাধীন অন্যান্য তেল উৎপাদক দেশগুলো করোনা সংকটে তেলের উৎপাদন কমানো হবে কিনা এ নিয়ে আলোচনায় বসেছিল। ওপেক-পক্ষ তেলের দাম ধরে রাখতে প্রতিদিন দেড় মিলিয়ন ব্যারেল উৎপাদন কমানোর পক্ষে মত দেয়। তবে এই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেনি রাশিয়া। আর তার পরপরই শুক্রবারই তেলের দাম পড়ে যায় গড়ে ১০ শতাংশ। আর তারই উত্তর দিতে আরো দাম কমিয়ে আনল সৌদি আরব।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান রিফিনিটিভের মতে ১৯৯১ সালের পর এবারই তেলের দাম এত নিচে নেমে আসলো।

এ সম্পর্কিত আরও খবর