মাত্র ১৫ বছর বয়সে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার তানিস্ক!

ভারত, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 01:09:35

তানিস্ক আব্রাহাম। ১৫ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান। যে বয়সে সাধারণ শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক স্কুলের গণ্ডি পার হয়, সেই বয়সে পিএইডি ডিগ্রী অর্জনের যাত্রা শুরু করেছে সে।

ডক্টোরেট ডিগ্রী অর্জনের আগে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া (ইউসি), ডেভিস থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর স্নাতক সম্পন্ন করেছে তানিস্ক। তার অসাধারণ ফলাফলের ভিত্তিতে তাকে গবেষণার সুযোগ দিচ্ছে ইউ সি ডেভিস । আগামি ৪/৫ বছর পর এখান থেকে এমডি ও ডক্টোরেট ডিগ্রী অর্জন করবে সে। তানিস্কের অসাধারণ অ্যাকাডেমিক অর্জনের গল্প এখন গোটা আমেরিকায় চর্চার বিষয়।

তানিস্ক বলেন, ‘অবশ্যই আমি খুব খুশি, উত্তেজিত এবং নিজের অর্জন নিয়ে গর্বিত। কেননা ১২ তে শুরু করে ১৪ বছরে শেষ করলাম এবং বিশ্বাস করুন আমি এখন ইঞ্জিনিয়ার।’

তানিস্ক ইতিমধ্যে আবিষ্কার করেছেন এক বিস্ময়কর যন্ত্র। তার আবিষ্কৃত যন্ত্রের মাধ্যমে পুড়ে যাওয়া ব্যক্তিকে স্পর্শ না করে মিলবে তার হৃদযন্ত্রের স্পন্দন। নিজের অবিষ্কারকে আরো উন্নত করতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে ফিরে যাচ্ছেন তানিস্ক। ক্যান্সার চিকিৎসা পদ্ধতি নিয়ে কাজ করতে তার আগ্রহ সবচেয়ে বেশি। মানবদেহের জিন নিয়ে পিএইচডি শুরু করতে চলেছে সে।

তানিস্ক বলেন, ‘হ্যাঁ, অবশ্যই ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতিকে আরো উন্নত, কার্যকর করে তোলা যায় সেটা নিয়ে কাজ করতে আমার আগ্রহ বেশি। ক্যান্সারের চিকিৎসার সমাধান খুঁজে পাওয়াই হবে আমার গবেষণার লক্ষ্য।’

তানিস্কের মা-বাবা তাজি ও বিজু আব্রাহাম ভারতের কেরালার অধিবাসী ছিলেন। এরপর তারা আমেরিকায় গিয়ে বসবাস শুরু করেন। ছেলের অসামান্য অর্জনে খুব খুশি তারা।

তারা বলেন, ছোটবেলা থেকে পড়াশুনার প্রতি তানিস্কের অনেক আবেগ, কিন্ডারগার্টেন লেভেল থেকে সে তার সম বয়সীদের চেয়ে এগিয়ে ছিল মাঝে মাঝে তারসঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হয়।’

এ সম্পর্কিত আরও খবর