ট্রাম্প করোনাভাইরাস পরীক্ষা করাননি: হোয়াইট হাউস

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 11:42:22

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের পরীক্ষা করাননি। হোয়াইট হাউসের মুখপাত্র স্টেফানি গ্রিশাম সোমবার (৯ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

স্টেফানি গ্রিশাম বলেন, যদিও সম্প্রতি করোনভাইরাসে আক্রান্ত এমন এক ব্যক্তির সঙ্গে দেখা করার পর মার্কিন দুই আইন প্রণেতা নিজেরা কোয়ারেন্টাইন থাকছে। যাতে তাদের শরীরে ভাইরাস ঢুকলেও অন্যরা যাতে তাতে আক্রান্ত না হয়।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট করোনভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এমন কোনো রোগীর সঙ্গে দেখা বা যোগাযোগ ছিল না এবং তার শরীরে ভাইরাসের কোনো লক্ষণও নেই। ডোনাল্ড ট্রাম্প সুস্থ আছেন।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিকিত্সকরা পর্যবেক্ষণ করবেন।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭০৮ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এদের মধ্যে মারা গেছেন ২৭ জন।

অপরদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৪২২ জন আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৪ হাজার ২৭ জন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত ৬৪ হাজার ৮১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এ সম্পর্কিত আরও খবর