হাজার অভিবাসীর অনুপ্রবেশ ঠেকিয়েছে গ্রীস

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 11:45:36

সীমান্তে ২৪ ঘণ্টাব্যাপী কঠোর নিরাপত্তা সত্ত্বেও প্রায় এক হাজার অভিবাসী তুরস্ক থেকে গ্রীসে প্রবেশের চেষ্টা করেন। 

মঙ্গলবার (১০ মার্চ) গ্রীস সরকারের বরাতে এ খবর জানায় রয়টার্স। গত কয়েকদিন ধরে স্থল-সমুদ্র পথে এসে কয়েক হাজার অভিবাসী তুরস্কের পূর্ব সীমান্তে অবস্থান করছেন। তাদের আশা গ্রিস হয়ে তারা পশ্চিম ইউরোপের অন্যান্য দেশে প্রবেশ করতে পারবেন।

গ্রীক সরকারের মুখপাত্র রয়টার্স-কে বলেন, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এসব অভিবাসীরা গ্রীসে প্রবেশের চেষ্টা চালান। এসময় ৫২ জনকে গ্রেফতার করা হয়। এসব অভিবাসীরা সিরিয়া আফগানিস্তান এবং ইরান থেকে তুরস্কে আসেন।

তুরস্ক-গ্রীস সীমান্তে গ্রীক সেনারা টহল বাড়িয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী বলছে, তারা প্রায় ৪২ হাজার অভিবাসীর প্রবেশ বন্ধ করেছে।

এ সম্পর্কিত আরও খবর