দিল্লিতে কমেছে জ্বালানির দাম

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 00:24:04

দিল্লিতে জ্বালানির দাম আড়াই রুপি বেশি কমেছে। বুধবার (১১ মার্চ) দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ২.৬৯ রুপি কমে গিয়ে ৭০.২৯ রুপিতে দাঁড়িয়েছে। ডিজেলের দাম ২.৩৩ রুপি কমে বিক্রি হচ্ছে ৬৩.০১ রুপিতে।

মঙ্গলবার ভারতের রাজধানীতে পেট্রোল বিক্রি হয়েছে ৭২.৯৮ রুপিতে এবং ডিজেল বিক্রি হয়েছে ৬৫.০১ রুপিতে।

গত আট মাসের মধ্যে সোমবার প্রথমবারের মতো পেট্রোলের দাম ৭১ রুপির নিচে নেমে আসে। ওইদিন পেট্রোলের দাম হ্রাস পেয়ে প্রতি লিটার ৭০.৫৯ রুপি হয়।

সরকারি সংস্থাগুলোর মূল্য বিজ্ঞপ্তি অনুসারে সোমবার ডিজেলের দাম কমে হয় ৬৩.২৬ রুপি।

গত ২৭ ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হ্রাস পাচ্ছে। এর পর থেকে পেট্রোলের দাম সব মিলিয়ে লিটার প্রতি ১.৪২ রুপি কমেছে আর ডিজেলের দাম কমেছে ১.৪৪ রুপি।

এ সম্পর্কিত আরও খবর