হলিউডের প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের ২৩ বছরের কারাদণ্ড

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-13 10:32:41

ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় হলিউডের প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের একটি আদালত।

বুধবার (১১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে ৬৭ বছর বয়সী হার্ভি ওয়াইনস্টিনকে বুধবার হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়।

আদালতে হার্ভি ওয়াইনস্টিনের আইনজীবীরা ক্ষমা করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। আইনজীবীরা আবেদনে বলেন, তাকে ন্যূনতম ৫ বছরের সাজা দেওয়াও যাবজ্জীবন কারাদণ্ডের সমান।

তবে বাদী পক্ষের আইনজীবীরা বলেন, হার্ভি ওয়াইনস্টিন জীবনে নারীদের ওপর যে যৌন নির্যাতন চালিয়েছেন এবং তার এই কর্মকাণ্ডের জন্য তিনি একটু অনুতপ্তও হননি। এসব বিবেচনায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়া উচিত।

হার্ভি ওয়াইনস্টিন বুধবার প্রথমবারের মতো আদালতে বক্তব্য দেন। আদালতকে তিনি বলেন, এই ঘটনার জন্য তিনি অনুতপ্ত। তবে তিনি এও বলেন যে #মিটু নিয়ে যা ঘটে গেছে তা সম্পূর্ণ বিভ্রান্ত।

২০১৭ সালের অক্টোবরে বেশ কয়েকজন নারী হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে ধর্ষণসহ যৌন নির্যাতনের অভিযোগ তুলে।

এই অভিযোগের ভিত্তিতে গত মাসেই আদালতে দোষী প্রমাণিত হন হার্ভি। তার প্রেক্ষিতে বুধবার শাস্তি ঘোষণা করেন আদালত। তাতে তাকে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর