করোনা পরীক্ষা করাবেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-19 08:59:20

করোনাভাইরাসের পরীক্ষা করাবেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্ত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তা এ তথ্য জানান।

দেশটির দুটি সরকারি ভবন যাতে জীবাণুমুক্ত থাকে সে জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিলিপাইনে এই সপ্তাহে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর সাম্প্রতিক আইন প্রণেতাদের একটি অনুষ্ঠানে করোনা আক্রান্ত উপস্থিত ছিল। আক্রান্ত ব্যক্তির উপস্থিতির ফলে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

করোনার বিস্তার রোধে দেশটির সিনেট ভবন ও কেন্দ্রীয় ব্যাংক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকজন কর্মকর্তা ঘোষণা দিয়েছেন, সাবধানতা হিসেবে তারা বিভিন্ন অনুষ্ঠান থেকে নিজেদের বিচ্ছিন্ন রাখবেন।

বর্তমানে দুতার্তের বয়স ৭৪ বছর। আর বয়স্ক আক্রান্ত ব্যক্তিরাই মারা যাচ্ছে বেশি। তাই দুতার্তের করোনার পরীক্ষা করা হবে। কারণ তিনি নিয়মিত বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

দুতার্তের সহযোগী ও সিনেটর ক্রিস্টোফার বং বলেছেন, ‘স্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শ মেনে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আমাদের পক্ষে বুদ্ধিমানের কাজ।’

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বাড়ছেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত বুধবার (১২ মার্চ) প্রাণঘাতী করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৩০০ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ৪ হাজার ৬৩৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৬৮ হাজার ২৮৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বের ১২৪টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

এদিকে ফিলিপাইনে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে এবং মৃত্যু হয়েছে ২ জনের।

 

এ সম্পর্কিত আরও খবর