মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা ইইউ’র

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-04 11:29:40

করোনাভাইরাসের বিস্তার রোধে আমেরিকায় ভ্রমণে ইউরোপের দেশগুলোর ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারিকৃত নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপীয় ইউনিয়নের পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে নিন্দা জানায় বলে বৃহস্পতিবার (১২ মার্চ) খবর প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

ইউরোপীয় ইউনিয়নের নেতারা বিবৃতিতে জানান, করোনাভাইরাস বৈশ্বিক সঙ্কট। এটি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। কোনো আলোচনা না করেই এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা নিন্দাজনক।

এর আগে স্থানীয় সময় বুধবার জাতির উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ট্রাম্প বলেন, ব্রিটেন ব্যতীত ইউরোপের সব দেশ থেকে আগামী ৩০ দিন আমেরিকায় ভ্রমণ স্থগিত করেছি। এই ‘বিদেশি ভাইরাস’ আমেরিকায় আসছে বিদেশি পর্যটকদের মাধ্যমে। বিশেষ করে ইউরোপ থেকে আসা পর্যটকদের মাধ্যমে।

শুক্রবার মধ্যরাত থেকে নতুন বিধি কার্যকর হচ্ছে। ইউরোপ থেকে আমেরিকায় আসা বিপুল পরিমাণ বাণিজ্য ও পণ্যসম্ভারের ক্ষেত্রেও এই ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ হবে।

এ সম্পর্কিত আরও খবর