করোনায় ভারতে প্রথম মৃত্যু

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-18 04:03:15

করোনায় ভারতে প্রথম মৃত্যু

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে দেশটির কর্ণাটক জেলায় ওই ব্যক্তি মারা যায়।

কর্ণাটকের সরকারি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

এনডিটিভি তাদের প্রতিবেদনে জানায়, কর্ণাটকের কালবুর্গি জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭৬ বছর বয়সী একজন মারা গেছে। ওই ব্যক্তি ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখে সৌদি আরব থেকে ভারতে আসে। হায়দ্রাবাদ বিমানবন্দরে তাকে পরীক্ষা করা হলে তার মাঝে করোনার কোনো উপসর্গ পাওয়া যায়নি।

চলতি মাসের ৫ তারিখ শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপের কারণে সে কালবুর্গি জেলার একটি বেসরকারি হাসপাতালে যায় এবং পরের দিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে পরীক্ষা করা হলে সে কভিড-১৯ এ আক্রান্ত বলে জানা যায়। তিনদিন পরে তাকে হায়দ্রাবাদের সরকারি হাসপাতালে আনা হয়।

এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত ৭০ জনকে শনাক্ত করা গেছে। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত ধরনের ভিসা বাতিল করেছে ভারতীয় সরকার। 

এ সম্পর্কিত আরও খবর

right arrow