ট্রুডোর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 00:01:24

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোফির মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি স্বাস্থ্য পরীক্ষা করতে দেন এবং তিনি ও তার স্বামী বাড়িতেই নিজস্ব আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নেন।

শুক্রবার ট্রুডোর দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষায় সোফির কভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে ট্রুডোর দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ট্রুডোর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ নেই। তিনি তার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন। সব কাজ তিনি আইসোলেশনে থেকেই করছেন।

উল্লেখ্য, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত কানাডায় ১৩৮ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন আর সুস্থ হয়ে উঠেছেন আটজন।  

গত ৩১ ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম এ ভাইরাস আক্রান্তের বিষয়টি নজরে আসে। এরপর বিশ্বের অন্তত ১১৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা। এ পর্যন্ত করোনায় বিশ্বের চার হাজার ৯৬৭ জন মারা গেছেন। এতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৪ হাজার ১১৩ জন। আর আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৬৭ হাজার তিনজন।    

এ সম্পর্কিত আরও খবর