বিশ্বজুড়ে আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে প্রাণঘাতী কভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে এর প্রাদুর্ভাব কমে গেলেও তা বাড়ছে অন্যান্য দেশগুলোতে।
শুক্রবার (১৩ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬১৩। এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার মানুষ।
গত ডিসেম্বরের ৩১ তারিখে ভাইরাসটি সর্বপ্রথম শনাক্ত হয় চীনের হুবেই প্রদেশ থেকে। বর্তমানে দেশটিতে ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা একদমই কমে গেছে। গত ২৪ ঘণ্টায় চীনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪জন। মারা গেছেন একজন। এ পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৭০।
চীনে করোনার ভয়াবহতা শেষ হলেও বাড়ছে ইউরোপের দেশ ইতালিতে। দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার দেওয়া তথ্য মতে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৮৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৬২ জনে।
এর আগে গত মঙ্গলবার জরুরি অবস্থা জারি করার পর থেকে দেশটির প্রায় ৬ কোটির বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জরুরি অবস্থা জারি করার ২য় দিনে রেকর্ড পরিমাণ আক্রান্ত ও মারা গেছেন। করোনার প্রভাব ঠেকাতে সরকার জনসমাগম নিষিদ্ধ করেছে। এছাড়াও ফুটবল ম্যাচসহ সব ধরনের স্পোর্টস ইভেন্ট স্থগিত করা হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১২) সকালে ট্রুডোর দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ট্রুডোর তার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন। সব কাজ তিনি আইসোলেশনে থেকেই করছেন। পরে ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো স্বাস্থ্য পরীক্ষা করালে শুক্রবার তার শরীরেও ভাইরাসটি ধরা পরে।
করোনাভাইরাসের কারণে টালমাটাল অবস্থানে রয়েছে বিশ্বের পুঁজিবাজারগুলো। ভাইরাসটির প্রভাবে ২০০৮ সালের পর আবার মন্দার মুখে পড়ছে বৈশ্বিক অর্থনীতি।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্বের প্রায় সমস্ত পুঁজিবাজার নিম্নগামী অবস্থানে থাকে। কমে যায় সমস্ত শেয়ারের দাম। করোনা আতঙ্কে বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে। এমনকি অর্থনৈতিক প্রবৃদ্ধি নষ্ট হবে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। বিভিন্ন সরকারের চেষ্টাও এই পতনকে থামাতে পারছে না।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই নিষেধাজ্ঞার পরেই আরও নিম্নগামী হয়েছে বিশ্বের সমস্ত পুঁজিবাজার।
ট্রাম্পের এই ঘোষণার পরেই যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট পুঁজিবাজারের সূচক কমেছে প্রচুর পরিমাণে। এছাড়া ডোও জোন্স পুঁজিবাজারের সূচক কমেছে ১ হাজার ৫০০ পয়েন্ট।
করোনা আতংকে বন্ধ করে দেওয়া হয়েছে আক্রান্ত দেশগুলো শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও। ইতিমধ্যেই বন্ধ হয়েছে গেছে বেশিরভাগ এয়ারলাইন্সও।
এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয় দেশটি এটাই প্রথম মৃত্যু। এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত মোট ৭০ জনকে শনাক্ত করা গেছে।
বাংলাদেশে করোনায় তিন জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে দুইজন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।