আমি আজ মুক্ত, বললেন ফারুক আবদুল্লাহ

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 21:00:36

‘আমি মুক্ত, আমি মুক্ত’- এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। দীর্ঘ সাত মাস নিজ বাড়িতে অবরুদ্ধ ছিলেন তিনি।

শুক্রবার (১৩ মার্চ) জম্মু-কাশ্মীর পুলিশ তাকে মুক্তি দেয়। কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের মুখ্যসচিব রোহিত কানসাল বিষয়টি নিশ্চিত করেছন।

মুক্ত হবার খবরটি ছড়িয়ে পড়লে তার বাড়ির সামনে সাংবাদিকরা জড়ো হন। এসময় তিনি এ অভিব্যক্তি প্রকাশ করেন।

হিন্দুস্তান টাইমস- এর এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

খবরে বলা হয়, ৮২ বছর বয়সী এই কাশ্মীরি নেতা বলেন, আমি রাষ্ট্র এবং দেশের জনগণের কাছে কৃতজ্ঞ যারা আমার স্বাধীনতার পক্ষে কথা বলেছিলেন। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমার মুক্তির জন্য প্রার্থনা করেছেন।

তিনি আরও বলেন, এই স্বাধীনতা তখনই সম্পূর্ণ হবে যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহসহ বিভিন্ন ভবনে আটক অন্যান্য নেতাদের মুক্তি দেওয়া হবে। আমি আশা করি ভারত সরকার সকলকে মুক্তি দেওয়ার জন্য শিগগিরই পদক্ষেপ নেবে।

গত বছরের আগস্টে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পরদিন অঞ্চলটির প্রায় হাজারখানেক রাজনৈতিক নেতাকে আটক করা হয়। আর ওইদিনই ফারুক আব্দুল্লাহকেও গ্রেফতার করা হয়।

 

এ সম্পর্কিত আরও খবর