ইমরানের সঙ্গে দেখা করেছে চীনের রাষ্ট্রদূত

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-10 01:08:24

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও হবু প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও জিং। প্রধানমন্ত্রী হিসেবে ইমরানের শপথ গ্রহণের তারিখ ১১ আগস্ট নির্ধারিত হওয়ার পর তার বানি গালার বাড়িতে গিয়ে দেখা করেন চীনা রাষ্ট্রদূত।

২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিটিআই জয় লাভ করায় ইমরানকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত।

সকল ক্ষেত্রে বেইজিং ও ইসলামাবাদের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলতে হবু প্রধানমন্ত্রীর কাছে চীনা আগ্রহের কথা পুর্নব্যক্ত করেন জিং।

এর আগে চীন ঘোষণা দিয়েছিল যে, পাকিস্তানে যদি নতুন সরকার আসে তবে তার সঙ্গে কাজ করতে চীন আগ্রহী।

নির্বচনে জয়ের পর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইমরান বলেছিলেন যে তিনি দেশকে দুর্নীতিমুক্ত করে চীনসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কন্নোয়নে জোর দেবেন।

এ সম্পর্কিত আরও খবর