মোনাকোর রাজ্যমন্ত্রী সার্জ টেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি সার্জ টেল তার স্বাস্থ্য পরীক্ষা করান। সোমবার (১৬ মার্চ) পরীক্ষার রিপোর্টে তার করোনাভাইরাস ধরা পরে।
তবে তার দেহে করোনার উপস্থিতি প্রাথমিক পর্যায়েই আছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়য়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলে হয়, গত কয়েকদিন ধরেই সার্জ টেলের শারীরিক গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে। সোমবার সকালে পরীক্ষার রিপোর্টে তার দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে।
তবে তিনি ভালো আছেন। ঘরে আছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার পেশাদার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলেও ওই বিবৃতিতে জানানো হয়।