চীনে করোনাভাইরাসের (করোনা-১৯) ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) চীনের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, চেন উই'র নেতৃত্বে একটি গবেষক দল এই ভ্যাকসিনের পরীক্ষার অনুমোদন পান।
চেন উই হলেন চীনের সামরিক মেডিকেল সায়েন্সেস একাডেমির বায়োটেক অ্যাকাডেমিশিয়ান এবং পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) মেজর জেনারেল।
তিনি জানুয়ারির শুরু থেকেই মহামারির কেন্দ্রস্থল চীনের উহানে আছেন। তিনি ইবোলা ভ্যাকসিন তৈরির অভিজ্ঞতার ভিত্তিতে করোনার ভ্যাকসিন তৈরি করেছেন।
তিনি এক সাক্ষাৎকারে বলেন, এই ক্লিনিকাল ট্রায়াল যদি সফল হয় তাহলে খুব দ্রুত এ ভ্যাকসিনের মাধ্যমে অনেক মানুষকে সুস্থ করা যাবে।
কোভিড-১৯ সংক্রমণের পর চীনের একটি যৌথ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার দল প্রতিষেধক হিসেবে পাঁচটি সম্ভাব্য কারণ তুলে ধরে।
চেন উই বলেন, মোট আট জনের শরীরে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন প্রয়োগ করা হবে।