নাইজারে বোকো হারামের ৫০ সদস্য নিহত

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-19 22:35:20

নাইজার সামরিক বাহিনীর হামলায় বোকো হারামের কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের আক্রমণের পাল্টা জবাব হিসেবে এ হামলা চালানো হয়।

পশ্চিম আফ্রিকার এই দেশ এবিসি নিউজকে জানিয়েছে, রোববার (১৫ মার্চ) রাতে পূর্ব তৈমুরের একটি সামরিক ঘাঁটিতে বোকো হারাম হামলা চালায়। এ সময় তারা ভারী অস্ত্রে সজ্জিত ছিল। এরপর বিমান এবং সেনাবাহিনী মিলে পাল্টা আক্রমণ করে। এতে ৫০ জন নিহত হয় এবং বেশ কয়েকটি যান ধ্বংস করা হয়। সেনাবাহিনীর এক সদস্যও এই হামলায় আহত হয়েছে।

বোকো হারাম এক দশক ধরে নাইজেরিয়ার ভেতরে বিভিন্ন রকম জঙ্গি কার্যক্রম চালিয়ে আসছে। তবে পার্শ্ববর্তী দেশ নাইজার এবং ক্যামেরুনেও এরা হামলা চালিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর