নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। বর্তমানে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১০৯। আর আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৫৬ জন। এছাড়া দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।
মঙ্গলবার ওয়াশিংটনে নতুন করে আরও ছয়জন মারা গেছে। একই দিনে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওয়েস্ট ভার্জিনিয়ায়ও প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা গেছে।
যুক্তরাষ্ট্রের মোট মৃত্যুর মধ্যে ওয়াশিংটনে এখন পর্যন্ত মারা গেছে ৫৪ জন। এর মধ্যে ৩৪ জন একটি নার্সিং হোমের সঙ্গে যুক্ত।
এদিকে নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। অঙ্গরাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা তের'শ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, কোভিড-১৯ ভাইরাসটির ফলে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪ হাজার। এছাড়া মৃতের সংখ্যা সাড়ে সাত হাজার ছাড়িয়েছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ৮০ হাজার।