করোনাভাইরাসে পুনরায় সংক্রমণের সম্ভাবনা কতটুকু?

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 14:46:48

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি একবার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর আবারও সংক্রামিত হতে পারেন, এমন তথ্য-প্রমাণ এখনও পাওয়া যায়নি।

দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষের (ডিএইচএ) এক কর্মকর্তা বলেছেন, কোভিড-১৯ সংক্রমণে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা একজন ব্যক্তির মধ্যে আবারও ভাইরাসটির সংক্রমণ দেখা দিতে পারে, এমন দাবি করার পক্ষে কোন মেডিকেল তথ্য নেই।

ডিএইচএ-এর জনস্বাস্থ্য সুরক্ষা বিভাগের প্রধান ড. হেনড আল আওয়াধি বলেন, সম্পূর্ণ পুনরুদ্ধারের পরে পুনরায় সংক্রমণের সম্ভাবনার কোন তথ্য নেই। পুনরায় সংক্রমণের সম্ভাবনা খুবই সামান্য।

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষ করোনাভাইরাস বিষয়ে জনসচেতনতা বাড়াতে বেশ কয়েকটি টুইট করে। সেখানেই এমন তথ্য জানিয়ে টুইট করেন ড. হেনড আল আওয়াধি।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ হাজার ৪১৮ জনের। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৩৬৩। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ২২৬ জন। মৃত্যুর হার ৪ দশমিক ২ শতাংশ। সুস্থ হওয়ার হার ৪১ দশমিক ৫ শতাংশ।

এ সম্পর্কিত আরও খবর