তুরস্কে করোনভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া করোনায় আক্রান্তের সংখ্যা ১৯১-এ উন্নীত হয়েছে বলে ঘোষণা করেছে দেশটির সরকার।
বুধবার (১৮ মার্চ) এ ঘোষণা দেওয়া হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এদিন বলেছেন, সরকার সমস্ত শক্তি একত্রিত করে যত তাড়াতাড়ি সম্ভব করোনা হুমকি দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সংক্রামণের হাত থেকে অর্থনীতিকে রক্ষা করতে ১৫.৪ বিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন।