নেপালি সেনাদের ‘সঙ্গরোধ ক্যাম্প’ স্থাপন

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 12:23:23

বিশ্ব মহামারিতে রূপ নিয়েছে করোনাভাইরাস। কোভিড-১৯ এর প্রস্তুতি হিসেবে নেপালের সেনারা সঙ্গরোধের বিভিন্ন ব্যবস্থা করেছে।

নেপাল টাইমসের খবরে বলা হয়, নেপালি সেনাদের প্রধান দফতর কাঠমান্ডুর ত্রিপুরেশ্বরে সঙ্গরোধ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এই ক্যাম্পে ৫৪টি তাঁবু রয়েছে, যা চীন সরকার থেকে প্রাপ্ত। এসব তাঁবুর প্রতিটিতে ২ জন করে মোট ১০৮ জন সঙ্গরোধে থাকতে পারবেন।

এসব তাঁবুর সঙ্গে আইসোলেশন কক্ষ, প্রাত্যহিক চেক-আপ কক্ষ এবং পানির ট্যাপেরও ব্যবস্থা করা হয়েছে।

এর আগে গত শুক্রবার ‘অন–অ্যারাইভাল ভিসা’ বন্ধের ঘোষণা দেয় নেপাল। এছাড়া হিমালয় পর্বতে আরোহণেও নিষেধাজ্ঞা জারি করা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর