করোনায় ইরানে প্রতি ১০ মিনিটে একজনের মৃত্যু

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 23:06:51

ইরানে প্রতি ১০ মিনিটে করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী মারা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশেগুলোর মধ্যে প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির শিকার দেশটিতে ইতোমধ্যে ১ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর টুইট বার্তায় জানিয়েছেন, দেশটিতে প্রতি ঘণ্টায় ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে।

উপ-স্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি বলেছেন, ইরানে করোনাভাইরাসে সংক্রামিত রোগীর সংখ্যা ১৮ হাজার ৪৭০ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মারাত্মক এই ভাইরাস মোকাবেলায় ইরানের শীর্ষ নেতা  আরও ১০ হাজার বন্দীকে ক্ষমা ঘোষণা করবেন।


করোনাভাইরাসের বিস্তার রোধের পদক্ষেপের অংশ হিসাবে ইরান সরকার এর আগে ৮৫ হাজার বন্দীকে মুক্তি দিয়েছে।

ইতোমধ্যে ইরান সরকার দেশটির স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করার ঘোষণা এবং খেলাধুলা, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ চারটি শিয়া মসজিদও বন্ধ করে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ মানুষজনকে নিজ নিজ বাড়িতে থাকতে এবং ছুটির সময়কালে ভ্রমণ এড়াতে নির্দেশ দিয়েছে।

রাইসি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪৯ জনের প্রাণহানিতে মৃতের সংখ্যা ১,২৮৪ জনে পৌঁছেছে।

এ সম্পর্কিত আরও খবর