বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
তিনি বলেন, আমি বিশ্বনেতাদের একসঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলার আহ্বান করছি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক ভিডিও কনফারেন্সে এ আহ্বান জানান আন্তোনিও গুতেরেস।
তিনি বলেন, সারাবিশ্ব অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়াই করছে। আমরা এক ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছি।
যদি সমন্বিতভাবে করোনাভাইরাস প্রতিরোধ করা না যায় তবে লাখো মানুষের মৃত্যু হতে পারে, বিশেষত দরিদ্র দেশগুলিতে, বলেন জাতিসংঘের মহাসচিব।
তিনি বলেন, আমরা যদি ভাইরাসটিকে দাবানলের মতো ছড়িয়ে যেতে দেই, বিশেষত বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে— এটি লাখো মানুষকে হত্যা করবে।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে বিভিন্ন দেশে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪২ হাজার ২০৫ জন।
গুতেরেস বলেন, বিশ্বব্যাপী সংহতি কেবল নৈতিক প্রয়োজন নয়, এটি সবার স্বার্থে প্রয়োজন।
জি-২০ দেশের নেতাদের প্রতি দরিদ্র দেশগুলোকে, বিশেষত আফ্রিকার দেশ ও উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতার জোরালো দাবি করেন জাতিসংঘের মহাসচিব।