করোনা: জি-৭ বৈঠক বাতিল করলেন ট্রাম্প

আমেরিকা, আন্তর্জাতিক

Ferdous MJ | 2023-08-25 02:23:27

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে শিল্পোন্নত দেশের জোট জি-৭-এর নেতাদের সঙ্গে বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাক্ষাতে বৈঠকের বদলে তিনি ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন বলে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে (স্থানীয় সময়) জানিয়েছে হোয়াইট হাউস। আগামী জুনে ক্যাম্প ডেভিডে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ যখন নিজেদের সীমানা বন্ধ করে দিচ্ছে তখন হোয়াইট হাউস থেকে এমন সিদ্ধান্ত এলো।

চলতি সপ্তাহের শুরুতে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের শিল্পোন্নত দেশগুলির নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন এবয় এপ্রিল, মে এবং জুন মাসে পুনরায় বৈঠকের পরিকল্পনা করেছিলেন।

বৈঠকটি টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিয়ার।

এ সম্পর্কিত আরও খবর