ইরানের ‘করোনা ব্যস্ততা’য় হামলায় রাজি নন ট্রাম্প

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 00:51:06

করোনা সামলাতে অন্যতম ব্যস্ত দেশ ইরান। আর এই ‘করোনা ব্যস্ততা’র সুযোগে সম্প্রতি ইরানে হামলা করার প্রস্তাব দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজিও করাতে চেয়েছিলেন। তবে তা শুনেননি ট্রাম্প।

নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরানে পম্পেওর হামলার পরামর্শ না শুনে ইরাকে ইরানি আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে হামলা স্থগিত রাখার নির্দেশ দেন ট্রাম্প।

হোয়াইট হাউজের কয়েকজন কর্মকর্তার বরাতে মার্কিন দৈনিকটি লিখেছে, হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন ও মার্কিন জাতীয় গোয়েন্দার ভারপ্রাপ্ত প্রধান রিচার্ড গ্রেনেল পম্পেওর হামলার প্রস্তাবে রাজি ছিলেন।

বৈঠকে পম্পেও বলেন, করোনা মোকাবিলায় ব্যস্ত ইরান সরকার। এ সময় হামলা চালালে ইরান বাধ্য হয়েই মার্কিনিদের সঙ্গে সমঝোতায় আসতে পারে। পম্পেও গালফ বা উপসাগরে ইরানি জাহাজে হামলারও প্রস্তাব দেন।

ইরানি জেনারেল সোলাইমানি হত্যার পর ইরান-আমেরিকা বিরোধ চরমে ওঠে। ইরান তার পাল্টা জবাব দিতে মার্কিন ঘাঁটিতে হামলাও করে।

অন্যদিকে, করোনাভাইরাস সংক্রমণে ইরানে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৫৬ জনের। আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত মোট ২০ হাজার ৬১০ জন।

এ সম্পর্কিত আরও খবর