কলকাতাসহ গোটা পশ্চিমবাংলা লকডাউন

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 19:19:22

ভারতে কলকাতাসহ গোটা পশ্চিমবাংলা লকডাউন ঘোষণা করা হয়েছে।

রোববার (২২ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, লকডাউনে মিলবে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য। ৩১ মার্চ পর্যন্ত লকডাউন বহাল থাকবে।

কেন্দ্রের সঙ্গে মুখ্যসচিবদের পরামর্শে সোমবার বিকেল থেকে লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের মোট ৭৫টি জায়গায় লকডাউন ঘোষণা হয়েছে। লকডাউন নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রশাসন।

পেট্রোপণ্য যেমন ডিজেল, কেরোসিন, খাদ্যদ্রব্য, ওষুধের দোকান,প্যাথলজি ল্যাবের মতো অত্যবশ্যকীয় পরিষেবা পাবে সাধারণ মানুষ। অ্যাম্বুলেন্স, হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থা লকডাউনের আওতার বাইরে।

এর আগে রোববার দুপুরে জানানো হয়েছিল, রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হবে  চলবে না মেট্রোও। আজ মধ্যরাত থেকেই এ নিয়ম কার্যকর হবে। 

এ সম্পর্কিত আরও খবর