করোনাভাইরাস প্রতিরোধে সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা থেকে পুরো সৌদি আরবে কারফিউ জারি করার ঘোষণা দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
রোববার (২২ মার্চ) এই ঘোষণা দেওয়া হয়। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে রয়েল কোর্ট বিবৃতি দেয় যে, সামনের ২১ দিনের জন্য দৈনিক সন্ধ্যা ৭টা থেকে এই কারফিউ শুরু হয়ে পরদিন ভোর ৬টা পর্যন্ত জারি থাকবে।
রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১১৯ জন করোনা আক্রান্তের খবর আসার পর বাদশাহ সালমান এমন ঘোষণা দেন। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১১ জনে।