নভেল করোনাভাইরাস, বর্তমান বিশ্বের এক আতঙ্কের নাম। প্রতিষেধক আবিষ্কার না হওয়া মহামারি ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। কিছুতেই থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গোটা বিশ্বে এখন পর্যন্ত মারা গেছে ১৪ হাজার ৫৬২ জন। আর আক্রান্তের পরিমাণ ৩ লাখ ৩৭ হাজার ৫২৭ জন।
রোববার (২২ মার্চ) কোভিড-১৯ ভাইরাসে বিশ্বব্যাপী নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৪৮১ জন। আর মারা গেছে ১ হাজার ৫৩৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতেই। রোববার দেশটিতে নতুন করে মারা গেছে আরও ৬৫১ জন। একইদিনে চেক রিপাবলিক, রোমানিয়া, কলোম্বিয়া, উত্তর মেসিডোনিয়া, আন্ডোরা গুয়াডেলোপে, আফগানিস্তান ও গুয়ামে সর্বপ্রথম ভাইরাসটিতে আক্রান্ত রোগীকে শনাক্ত করা গেছে।
চীনে প্রথম পাওয়া যাওয়া ভাইরাসটি বিশ্বের প্রায় ১৯৩টি দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্তের ৭৬ শতাংশ অর্থাৎ ২ লাখ ৫৬ হাজার ৪৩৪ জন চীনের বাইরের। আর গত সপ্তাহে যতজন নতুন করে আক্রান্ত হয়েছে তার ৯৯ দশমিক ৯ শতাংশই চীনের বাইরের।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য মতে, ভাইরাসটিতে আক্রান্তের মধ্যে যত মৃত্যু হয়েছে তার পরিমাণ ৪ দশমিক ৩ শতাংশ। আর ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ৯৭ হাজার ৮৯৬ জন। যা মোট আক্রান্তের ২৯ শতাংশ।